ধর্মীয় সুখের তালিকায় বাংলাদেশ ৮৩তম, শীর্ষে কানাডা

Post Image

ধর্মীয়ভাবে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮৩তম। এ তালিকায় শীর্ষে আছে কানাডা। ১১৫টি দেশকে নিয়ে বৈশ্বিক ধর্মীয় সুখী দেশের এই তালিকা করা হয়েছে। ধর্মীয় বৈচিত্র্যতা, ধার্মিক জনসংখ্যা, ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতা, আধ্যাত্মিকতা, সুস্বাস্থ্য ও জীবন-যাপনের মান; এই সাতটি মানদণ্ডের ভিত্তিতে এ তালিকা করা হয়।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ভ্রমণ পরিকল্পনা সংস্থা ওয়ে ফেয়ারার ট্রাভেল এই তালিকা প্রকাশ করেছে।

তালিকায় কানাডার পরে শীর্ষ দশ দেশের তালিকায় দ্বিতীয় ইতালি, তৃতীয় ভারত, চতুর্থ জাপান, পঞ্চম যুক্তরাজ্য, ষষ্ঠ যুক্তরাষ্ট্র, সপ্তম মেক্সিকো, অষ্টম অস্ট্রেলিয়া, নবম ফিলিপাইন, দশম জার্মানি, এগারোতম সুইজারল্যান্ড।